সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অটো মিশুকচালক আমিরুল ইসলাম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার এবং নিহতের অটো মিশুকের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাত ৭টার দিকে জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. আমিরুল ইসলাম (২০), পিতা- মৃত আহম্মদ আলী, সাং- অলিদহ, থানা- সলঙ্গা—গত ৫ আগস্ট দুপুরে ভাড়া মারার উদ্দেশ্যে অটো মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাতে পরিবারের পক্ষ থেকে সলঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
দীর্ঘদিন পর ১৮ অক্টোবর রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল উত্তরপাড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় পরবর্তীতে অপহরণ মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: সলঙ্গা থানার চক নিহাল গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সাহেব আলী প্রামানিক (২৫), মৃত শাহজাহান আলীর ছেলে মনিরুজ্জামান সরকার (৪৪) এবং তাড়াশ থানার মৃত আব্দুল বাহেরের ছেলে আব্দুল আজিম প্রাং (৩১)।
পুলিশ জানায়, আসামিরা পরিকল্পিতভাবে আমিরুলকে অটো মিশুকসহ অপহরণ করে হত্যা করে। গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ‘অপরাধীরা যতই চতুর হোক না কেন, তারা আইনের হাত থেকে রক্ষা পাবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন