শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৬:১৪ পিএম

যে কৌশল অবলম্বন করলে হু হু করে বেড়ে যাবে ওয়াইফাইয়ের গতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৬:১৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অফিসের কাজ থেকে শুরু করে বিনোদনের জন্য অনলাইন স্ট্রিম, সব কাজেই প্রয়োজন হয় উচ্চ গতির ইন্টারনেট। দ্রুত গতি ও কম খরচে ইন্টারনেট পরিষেবা পেতে ওয়াইফাই সংযোগ জরুরি। কিন্তু অনেক সময়ই ইন্টারনেটের গতি কমে যায়। আর এ সমস্যার জন্য অনেক সময় দায়ী থাকে ওয়াইফাই নেটওয়ার্ক। তবে খুব সহজে ওয়াইফাইয়ের সমস্যার সমাধান করে ইন্টারনেটের গতি বাড়াতে পারবেন। মাত্র কয়েকটি উপায় অনুসরণ করলেই ওয়াইফাই সংযোগে পাবেন উচ্চ গতি। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়গুলো।

নিয়মিত রাউটার রিস্টার্ট: দিনে একবার করে হলেও রাউটার রিস্টার্ট করুন। এতে ইন্টারনেটের গতি অনেক বেড়ে যাবে। কিছু রাউটারে রিস্টার্ট শিডিউল করা যায়, যা সেট করে দিলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রাউটার নিজে থেকে রিস্টার্ট হয়ে যায়।

রাউটারে ওয়াইফাই চ্যানেল অ্যাডজাস্ট: ওয়াইফাই সেটিংস অপ্টিমাইজ করতে পারেন। কাছাকাছি নেটওয়ার্ক থেকে বাধা কমাতে রাউটারে ওয়াইফাই চ্যানেল অ্যাডজাস্ট করা দরকার। অননুমোদিত অ্যাক্সেস রোধ করতে ওয়াইফাইয়ের সিকিউরিটি ফিচারও এনেবল করে রাখতে পারেন।

ওয়াইফাই রিপিটার রাখা: ওয়াইফাই সিগন্যাল ক্যাপচার করতে একটি ওয়াইফাই রিপিটার রাখলে ভালো হয়। এতে বাড়ির বিভিন্ন অংশে সিগন্যাল পৌঁছানোর জন্য এটি কাজে আসবে।

কোল্ড ড্রিঙ্কসের ক্যান ব্যবহার: একটি কোল্ড ড্রিঙ্কসের ক্যান কেটে তা রাউটারের অ্যান্টেনার পেছনে লাগিয়ে দিলে ওয়াইফাইয়ের গতি এক ধাক্কায় বহুগুণে বেড়ে যেতে পারে।

মেশ ওয়াইফাই সিস্টেম: ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ ওয়াইফাই সিস্টেম পুরো বাড়িতে বিদ্যমান ওয়াইফাই নেটওয়ার্কের কভারেজ বাড়ানোর একটি ভালো উপায় হতে পারে।

রাউটার বাছাই: দেখে নিন আপনার রাউটারে ওয়াইফাইয়ের লেটেস্ট প্রযুক্তি রয়েছে কি না। পুরনো রাউটার ব্যবহার করলে তার কর্মক্ষমতা স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে প্রভাবিত হতে পারে। এমন পরিস্থিতিতে আরও ভালো রেঞ্জ এবং ক্ষমতাসহ শক্তিশালী রাউটার কেনা ভালো বিকল্প হতে পারে।

রাউটার রাখার স্থান নির্বাচন: ওয়াইফাইয়ের সিগন্যাল ঘরের সব জায়গায় একই গতিতে কাজ করে না। তাই রাউটারটি সঠিক স্থান বাছাই করে রাখুন। বিশেষ করে ঘরের কেন্দ্রীয় স্থানে রাখতে পারলে ভালে। তবে যেখানেই রাখুন, উচু এবং খোলা জায়গায় রাখতে হবে। ওপরে ঢাকনা দেয়া যাবে না। এ ছাড়া রাউটারের আশেপাশে অন্য কোনো ইলেকট্রিকাল ডিভাইস রাখবেন না।

Link copied!