বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৭:২৮ পিএম

দ্বিতীয় দিনেও চাঁদপুরে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৭:২৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন না পাওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের সমর্থকরা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচি বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত চলেছে।

বুধবার বেলা ১১টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। তারা সড়কে টায়ার ও কাঠের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন।

অন্যদিকে, একই আসনে কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ মনোনয়ন পাওয়ায় তার সমর্থকরাও উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেন। এতে দুই পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। টানটান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে হয়। এক পর্যায়ে এমএ হান্নানের সমর্থকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন, ‘একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে এমএ হান্নানের মনোনয়ন বাতিল করেছে। এটি দলের প্রতি এবং তার প্রতি অন্যায়। আমরা এ সিদ্ধান্ত মেনে নেব না। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

শেষ বিকেলে মনোনয়ন পাওয়া প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বিপুল সংখ্যক সমর্থক নিয়ে ফরিদগঞ্জে প্রবেশ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থানে ছিলেন।

Link copied!