বগুড়ার দুপচাঁচিয়ায় জামাল উদ্দিনের স্ত্রী ছওদা বিবির (৪২) নিখোঁজ হওয়ার আট দিন পার হলেও এখনো খোঁজ মেলেনি।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর (বুধবার) সকালে ছওদা বিবি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে স্বজনরা নিকট আত্মীয়ের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এতে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
নিখোঁজ ছওদা বিবির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট, পরনে ছিল লাল রঙের সালোয়ার কামিজ।
স্বামী জামাল উদ্দিন বলেন, ‘নিখোঁজের আট দিন পার হলেও আমার স্ত্রীর কোনো খোঁজ খবর পাইনি। আগে মাঝেমধ্যেই কাউকে কিছু না বলে এক-দুদিনের জন্য বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং নিজেই ফিরে আসতেন। কিন্তু এবার দীর্ঘ আট দিনেও তিনি ফিরে আসেননি। আমরা খুবই চিন্তিত।’
তার পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন এলাকায় খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন