জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টারপ্ল্যান প্রণয়ন’ অফিসের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান প্রনয়ণের দাবিটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শিক্ষক ও অংশীজনদের মধ্যে ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার এই অর্ধশত বছরের শুরুতে আংশিক মাস্টারপ্ল্যান থাকলেও তা পূর্ণাঙ্গরূপ লাভ করতে পারেনি। আমরা নতুন দায়িত্ব গ্রহণের পর মাস্টারপ্ল্যান প্রণয়নের টেন্ডার আহ্বান করেছি। ২৪টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে।’
তিনি আরও বলেন, ‘টেন্ডার ইভুলেয়শন প্রক্রিয়াধীন এবং মাস্টারপ্ল্যান প্রণয়নের অফিসটির কার্যক্রম টিএমসির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং অফিসটি আজকে উদ্বোধন করা হলো। আমরা আশা করছি, কাজটি যথাসময়ে শেষ করা হবে এবং দীর্ঘদিনের যে দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ একটি মাস্টারপ্ল্যান হবে সেটা পূর্ণাঙ্গভাবে সফল হবে।’
এ ছাড়াও তিনি তার বক্তব্যে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনসহ শিক্ষার্থীদের যতগুলো সংগঠন এতদিন ধরে এটি নিয়ে কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং কো-অর্ডিনেটর (মাস্টারপ্ল্যান) ড. মো. আকতার মাহমুদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, কম্পট্রোলার, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন