জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৪ নভেম্বর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দীর্ঘ ১৭ বছরের স্বাধীন মতপ্রকাশের আন্দোলন ও সংগ্রামের পর ৫ আগস্ট পরবর্তী সময়ে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আশা করেছিল, তারা তাদের মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, সেই স্বাধীনতাকে অবরুদ্ধ করার জন্য একটি গোষ্ঠী ফ্যাসিবাদী কায়দায় মামলা ও আইনি হয়রানির মাধ্যমে মানুষের কণ্ঠরোধের ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই ধারাবাহিকতার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করে মতপ্রকাশের স্বাধীনতাকে চরম হুমকির মুখে ফেলা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা কোনো ব্যক্তির দয়া বা অনুগ্রহ নয়, এটি গণতন্ত্রের মৌলিক অধিকার। ফ্যাসিবাদী মানসিকতা ও মামলাবাজি সংস্কৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদ দূর করার জন্য আন্দোলন করেছি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একজন শিক্ষকের কণ্ঠরোধ করার জন্য এ ধরনের মামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এটি গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন