বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন বা অবৈধ (আন-অফিশিয়াল) মোবাইল ফোনে নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ, যেসব ফোন অনুমোদন ছাড়াই ব্যবহৃত হচ্ছে, সেগুলো ওই দিন থেকে আর কোনো মোবাইল অপারেটরের সেবা পাবে না।
তবে কমিশন জানিয়েছে, বর্তমানে যে সব ফোন মোবাইল নেটওয়ার্কে সক্রিয় আছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। তাই ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত ফোনের জন্য আলাদা কোনো নিবন্ধনের দরকার নেই।
আপনার ফোন বৈধ কি না, যাচাই করবেন যেভাবে
প্রথমে মোবাইল থেকে ডায়াল করুন *16161#
নির্দেশনা অনুযায়ী ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে পাঠান
কয়েক মুহূর্তের মধ্যেই আপনি একটি ফিরতি বার্তা পাবেন, যেখানে ফোনটির নিবন্ধন অবস্থা জানানো হবে।
বিকল্পভাবে, বিটিআরসি’র সিটিজেন পোর্টাল neir.btrc.gov.bd -এ প্রবেশ করে বা আপনার মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও এটি যাচাই করা সম্ভব।
বিটিআরসি জানিয়েছে, ফোন কেনার সময় অবশ্যই বিক্রেতার দেওয়া কাগজপত্র ভালোভাবে যাচাই করতে হবে এবং IMEI নম্বরটি মিলে কিনা তা নিশ্চিত করতে হবে। কারণ নকল বা ক্লোন ফোন ব্যবহার করলে ভবিষ্যতে নেটওয়ার্ক বন্ধসহ সরকারি ব্যবস্থা নেওয়া হতে পারে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন