শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১২:০৮ পিএম

বিদেশ থেকে আনা মোবাইল ফোন বৈধ করবেন যেভাবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১২:০৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করছে সরকার। এর ফলে দেশের নেটওয়ার্কে নিবন্ধনহীন বা আনঅফিসিয়াল সব মোবাইল সেট বন্ধ হয়ে যাবে।

নতুন এই সিস্টেমে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

এখন অনেকেই ভাবছেন দেশ থেকে কেনার পর না হয় রেজিস্ট্রেশন করা গেলো, কিন্তু বিদেশ থেকে আনা কিংবা উপহারের ফোনের কী হবে। তাহলে কি আর বিদেশ থেকে ফোন আনা যাবে না কিংবা এসব ফোন ব্যবহার করা যাবে না?

এমন প্রশ্নের সহজ উত্তর হলো- বিদেশ থেকে ফোন আনা যাবে; ব্যবহারও করা যাবে। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে এবং এসএমএসের মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্যাদি দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাই করে শুধু বৈধ হ্যান্ডসেট নিবন্ধনের মাধ্যমে নেটওয়ার্কে সচল করা হবে।

বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কে পূর্বে ব্যবহৃত ব্যক্তিগত ১টি মোবাইল হ্যান্ডসেট বাদে সর্বোচ্চ ১টি হ্যান্ডসেট বিনা শুল্কে এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও ১টি মোবাইল হ্যান্ডসেট আনতে পারবে।

বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতি

প্রথম ধাপ: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

দ্বিতীয় ধাপ: পোর্টালের ‘স্পেশাল রেজিস্ট্রেশন’ সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বরটি দিন।

তৃতীয় ধাপ: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন এবং সাবমিট বাটনটি প্রেস করুন।

চতুর্থ ধাপ: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি বৈধ না হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে অবহিত করে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে।

এ ছাড়া মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও বর্ণিত সেবা গ্রহণ করা যাবে।

স্পেশাল রেজিস্ট্রেশনের জন্য যা যা কাগজপত্র লাগবে

ফোনটি ক্রয়কৃত হলে

১. পাসপোর্টে ব্যক্তিগত তথ্যাদির পাতার স্ক্যান/ছবি

২. পাসপোর্টে ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান/ছবি

৩. ক্রয় রশিদের স্ক্যান/ছবি

৪. কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান/ছবি (১টি হ্যান্ডসেট এর অধিক হলে)

ফোনটি উপহারপ্রাপ্ত হলে

১. পাসপোর্টে ব্যক্তিগত তথ্যাদির পাতার স্ক্যান/ছবি

২. পাসপোর্টে ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান/ছবি

৩. কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান/ছবি (১টি হ্যান্ডস্যাট এর অধিক হলে)

৪. ক্রয় রশিদের স্ক্যান/ছবি

৫. উপহার প্রদানকারীর প্রত্যয়পত্র (শুধু উপহার প্রাপ্তির ক্ষেত্রে)

ফোনটি এয়ারমেইলে প্রাপ্ত হলে

১. প্রেরকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্যাদির পাতা অথবা জাতীয় পরিচিতির স্ক্যান/ছবি (প্রযোজ্য ক্ষেত্রে)

২. প্রাপকের জাতীয় পরিচিতির স্ক্যান/ছবি

৩. ক্রয় রশিদের স্ক্যান/ছবি

৪. শুল্ক প্রদানের রশিদ এর স্ক্যান/ছবি (১টি হ্যান্ডস্যাট এর অধিক হলে)।

Link copied!