তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে যায়যায়দিন পত্রিকার নয়ন কুমার বর্মন আহ্বায়ক এবং আরটিভির মো. সাঈদুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা মণ্ডলী এ কমিটি অনুমোদন দেন।
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি,দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা-চর্চা, প্রশিক্ষণ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তবে জুলাই মাসে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের সাংগঠনিক অস্থিরতা এবং পূর্ববর্তী কমিটিতে ‘বৈষম্যের শিকার হওয়ার’ অভিযোগের কারণে সংগঠনটির কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে।
এই পরিস্থিতিতে সংগঠনকে পুনরায় সুসংগঠিত করা, সদস্য পুনর্গঠন করা এবং একটি কার্যকরী নির্বাচিত কমিটি গঠন করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা মণ্ডলী।
১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক– ইসমাইল সরদার (বাংলা এডিশন), আব্দুর রহমান (এনপিবি নিউজ), আব্দুল কাদের (রূপালী বাংলাদেশ) ও সাকিব আহমেদ সোহান (খবরের কাগজ)।
সদস্য হিসাবে রয়েছেন মোঃ সাকিবুল হাসান (একাত্তর টিভি), আবু রায়হান আকাশ (ডেইলী নোট ২৪), মোঃ নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), জান্নাতুন নেছা বুশরা (এনবিবি), মাহির আল মাহবুব (দৈনিক ঘোষণা), মোঃ তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) ও মোঃ রাকিব হাসান (আজকের পেপার)।
নতুন আহ্বায়ক কমিটির প্রধান দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা, সদস্যদের তালিকা পুনর্গঠন করা এবং দ্রুত একটি নির্বাচিত কার্যকরী কমিটি গঠন করা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন