বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। পিছিয়ে পড়া এই দেশকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।’
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল।
মাসুদ সাঈদী বলেন, ‘পিরোজপুর পৌরসভার বয়স ১০০ বছরের বেশি হলেও এখানে বাস্তবিক অর্থে কোনো উন্নয়ন নেই। একক শাসনের নামে জনগণের অর্থ লুটপাট করে নিজেদের পকেট ভারী করা হয়েছে। রাস্তাঘাট চলাচলের অনুপযোগী, নেই ড্রেনেজ ব্যবস্থা, নেই সুপেয় পানির ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন নেই বললেই চলে।’
তিনি আরও জানান, ‘আমি পৌরসভার উন্নয়নের জন্য ৩৫০ কোটি টাকার একটি স্কিম মন্ত্রণালয়ে জমা দিয়েছি। অচিরেই বরাদ্দ আসবে বলে আশা করছি।’
তিনি বলেন, ‘পানীয় জলের সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ছয়টি পানি শোধনাগার (পাওয়ার প্লান্ট) বরাদ্দের ব্যবস্থা করেছি। প্রতি ইউনিটে ৩ কোটি টাকা করে মোট ১৮ কোটি টাকার বরাদ্দ হয়েছে। প্রতিটি প্লান্ট ৩০০-৪০০ জনের পানি সরবরাহ করতে পারবে।’
মাসুদ সাঈদী জানান, ‘পিরোজপুর ও নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকলেও ইন্দুরকানীতে নেই। আমি সেখানে তিন একর জমির ওপর একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বরাদ্দ করিয়েছি, যা কর্মমুখী শিক্ষা ও বেকারত্ব নিরসনে ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘এ ছাড়া ইন্দুরকানীর ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করতে এবং আধুনিক যন্ত্রপাতি ও জেনারেটর সরবরাহসহ মোট সাড়ে সাত কোটি টাকার বরাদ্দ এনেছি।’
তিনি বলেন, ‘ইন্দুরকানীতে পরিত্যক্ত একটি ডাকবাংলো ছিল। সেখানে চারতলা বিশিষ্ট একটি নতুন ডাকবাংলোর জন্য ১ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ করিয়েছি। পাশাপাশি নাজিরপুর হাসপাতালে সংস্কারের জন্য ১০ লাখ টাকা এবং থানার সংস্কারের জন্য ৬ লাখ টাকার বরাদ্দ এনেছি।’
তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সমস্যার সমাধানে কাজ করছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
সভায় সমাপনী বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন