গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাসানী সেতু দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম রুবেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক অজ্ঞাতনামা যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ পৌরশহরের হাবলুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের গফ্ফারচরের জামরুল ইসলামের ছেলে। তার সঙ্গে থাকা অপর যুবক সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় তার পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় মাওলানা ভাসানী সেতু (হরিপুর–চিলমারী সেতু) দিক থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় হাবলুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোবাইক ও পথচারীদের উপস্থিতি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।
সুন্দরগঞ্জ থানার এসআই শামসুল আলম বলেন, ‘নিহত যুবকের পরিচয় জানা গেলেও আহত অপর মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।’
থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন। নিহত রুবেলের মা খবর পেয়ে থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চিকিৎসাধীন অপর যুবক একই গ্রামের ও রুবেলের বন্ধু বলে ধারণা করা হচ্ছে।’

 
                            -20251031164732.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন