শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:২৭ পিএম

ফেসবুক অ্যাপে আসছে বড় পরিবর্তন, থাকছে যেসব সুবিধা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফেসবুক আবার তার মূল পরিচয়ে ফিরছে। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস ব্যবহারের ওপর এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে মেটা। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়।

দীর্ঘ সময় মেটাভার্স কেন্দ্রিক প্রকল্পে ব্যস্ত থাকার পর, ব্যয় কমানো ও ব্যবহারকারীর আগ্রহ কমে যাওয়ায় ফেসবুক পুনরায় মূল লক্ষ্যেই মনোযোগ দিচ্ছে। যদিও ফেসবুক এখনো বিশ্বের কোটি কোটি মানুষের দৈনন্দিন অ্যাপ, কিছু দেশে ব্যবহারকারীর সংখ্যা স্থির হয়ে গেছে। বিশেষ করে জেন-জেড প্রজন্মের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা কমছে।

মেটা নতুনভাবে তরুণ ব্যবহারকারীদের ধরে রাখার চেষ্টা করছে। কলেজ-ভিত্তিক ফিচার পরীক্ষা সফল না হওয়ায় এবার মার্কেটপ্লেসকে কেন্দ্র করে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কেটপ্লেস ইতিমধ্যেই খুব জনপ্রিয়; যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি জেন-জেড ব্যবহারকারীরা এটি ব্যবহার করেন। তবে আগ পর্যন্ত এটি অ্যাপের ‘More’ মেনুর নিচে লুকিয়ে ছিল।

নতুন আপডেটে মার্কেটপ্লেস সরাসরি নেভিগেশন বারে দেখা যাবে। এছাড়া থাকবে রিলস এবং বন্ধু-কেন্দ্রিক অপশন। ইনস্টাগ্রামের মতো বন্ধু-কেন্দ্রিক অভিজ্ঞতা ফেসবুকেও বাড়ানো হবে। প্রোফাইল ট্যাব আগের মতো থাকবে এবং ব্যবহারকারী চাইলে নিজস্বভাবে সাজাতে পারবেন।

ছবি দেখার অভিজ্ঞতাও আরও আধুনিক হচ্ছে। এখন ছবি ডাবল-ট্যাপ করে লাইক করা যাবে, ছবিগুলো গ্রিড আকারে সাজানো থাকবে এবং ক্লিক করলে ফুল-স্ক্রিনে দেখা যাবে। সার্চে ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন এবং ফুল-স্ক্রিন ভিউয়ার যুক্ত হচ্ছে, যাতে কনটেন্ট সহজে দেখা যায়।

স্টোরি বা পোস্ট তৈরি করাও সহজ হচ্ছে। মিউজিক যোগ, বন্ধু ট্যাগ—এসব অপশন এখন সামনে রাখা হচ্ছে। সেটিংসও সরলীকৃত হচ্ছে; অডিয়েন্স সিলেকশন এবং ক্রস-পোস্টিং আরও স্পষ্ট করা হচ্ছে।

কমেন্ট সেকশনে নতুন সুবিধা যোগ হচ্ছে—রিপ্লাই করা সহজ হবে, ব্যাজ আরও চোখে পড়ার মতো এবং পিন করার টুলও থাকবে। ক্রিয়েটর ও গ্রুপ অ্যাডমিনদের জন্য মডারেশন টুল উন্নত হচ্ছে। বিরক্তিকর মন্তব্য গোপনভাবে রিপোর্ট করার সুবিধা দেওয়া হচ্ছে।

ফিডে কোনো পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারী তার কারণ জানাতে পারবেন, যা ফিডকে আরও ব্যক্তিগত করবে। দীর্ঘ সময় পর ফেসবুক আবার বন্ধু-কেন্দ্রিক ফিচার ফিরিয়ে আনছে। আগ্রহ, শখ, ভ্রমণ বা দেখা-শোনা বিষয় প্রোফাইলে যোগ করে মিল পাওয়া বন্ধুদের সঙ্গে সংযোগ বাড়ানো হবে। আগে এসব পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ফিডে চলে যেত; এবার ব্যবহারকারী চাইলে বন্ধ রাখতে পারবে।

সব মিলিয়ে, ফেসবুক নতুন ও ব্যবহারকারী-কেন্দ্রিক অভিজ্ঞতা নিয়ে আসছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই পরিবর্তনগুলো বিশ্বব্যাপী চালু হবে। নেভিগেশন, সার্চ এবং কমেন্ট সংক্রান্ত আপডেট শুধুমাত্র মোবাইল অ্যাপেই পাওয়া যাবে।

Link copied!