শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৩৫ পিএম

নোবেলজয়ী পদার্থবিদ চেন নিং ইয়াং মারা গেছেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৩৫ পিএম

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী চেন নিং ইয়াং। ছবি- সংগৃহীত

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী চেন নিং ইয়াং। ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম খ্যাতনামা পদার্থবিদ ও নোবেলজয়ী চেন নিং ইয়াং আর নেই। শনিবার (১৮ অক্টোবর) চীনের রাজধানী বেইজিংয়ে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। খবর সিনহুয়ার।

১৯২২ সালে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের হেফেই শহরে জন্ম নেন ইয়াং। ১৯৫৭ সালে তিনি সহকর্মী সুং-দাও লির সঙ্গে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে যুগান্তকারী অবদান রেখে তিনি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন।

চেন নিং ইয়াং ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সদস্য ও বেইজিংয়ের মর্যাদাপূর্ণ সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ইয়াং ঝেননিং নামেও পরিচিত ছিল।

১৯৪০-এর দশকে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে ১৯৭০-এর দশকে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে গড়ে উঠছিল, তখন তিনিই প্রথম চীনা বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী হিসেবে চীন সফর করেন।

১৯৯৯ সাল থেকে তিনি সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন, যে বিশ্ববিদ্যালয়ে তার শৈশবের আট বছর কেটেছিল। সেসময় তার বাবা ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

মহান এই বিজ্ঞানীর মৃত্যুতে সিংহুয়া বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটের রং ধূসর করে শোক প্রকাশ করেছে। নিজের জীবনকে একবার তিনি এভাবে ব্যাখ্যা করেছিলেন, ‘আমার জীবন একটানা এক বৃত্তের মতো; আমি এক বিন্দু থেকে শুরু করেছি, বহু পথ পেরিয়ে অবশেষে সেই প্রারম্ভেই ফিরে এসেছি।’

Link copied!