যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার (১৮ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় শান্তি সংলাপ শুরু হচ্ছে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে, সেই সংলাপ শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। তিন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা এবং একটি আফগান তালেবান সূত্র এ তথ্য জানিয়েছে।
শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, পাকিস্তানের সরকারি প্রতিনিধিদল ইতোমধ্যে দোহায় পৌঁছেছেন।শনিবার সেখানে যাবেন আফগান প্রতিনিধিরা।
আফগান সীমান্তের কাছে এক প্রাণঘাতী আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত এবং ১৩ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতির কথা জানানো হয়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তান জেলার একটি সামরিক শিবিরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সেখানে এক হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি একটি সীমানা প্রাচীরে ধাক্কা দেয় এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগে সেখানে হামলা চালানোর চেষ্টা করে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।
পরে দিনের শেষে, আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পশতু ভাষার স্থানীয় টেলিভিশন চ্যানেল আরিয়ানা নিউজকে বলেন, কাবুল তাদের বাহিনীকে নির্দেশ দিয়েছে যতক্ষণ পর্যন্ত পাকিস্তান কোনো আক্রমণ থেকে বিরত থাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখতে।
যুদ্ধবিরতি বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭৯ জন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন