হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ভয়াবহতায় বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ফ্লাইটগুলোর মধ্যে ২টি আন্তর্জাতিক ও ২টি অভ্যন্তরীণ রুটের।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৩০টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর নৌ ও বিমান শাখার সদস্যরাও। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগুন শুধুমাত্র কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ রয়েছে। যাত্রী টার্মিনাল এবং যাত্রীসেবা এখনো স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও জানান, যাত্রীসেবা ব্যাহত না করতে বিমান কর্তৃপক্ষ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট সব সংস্থা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন