রাজধানীর শান্তিবাগে এইচএসসি পরীক্ষার প্রত্যাশিত ফল না হওয়ায় অভিমানে ইকরা তারাবি খান (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাসায় তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা তসলিম উদ্দিন জানান, ইকরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফল আশানুরূপ না হওয়ায় মায়ের বকাঝকায় অভিমান করে নিজের রুমের বাথরুমে শাওয়ারের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসি দেন।
তিনি আরও জানান, ইকরা শান্তিবাগের ১০/এ নম্বর বাসার মো. তৌহিদুর রহমান খানের মেয়ে এবং দুই বোনের মধ্যে বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন