মেহেরপুরের গাংনীতে চায়ের দোকানে বসে ‘নির্বাচনে কে মনোনয়ন পাবে’Ñ এ নিয়ে তর্কে জড়ালে রিপন হোসেন নামের এক যুবককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আকুব আলীর বিরুদ্ধে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজুলবাড়ীয়া গ্রামের উত্তরপাড়ার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত রিপন হোসেন (২৮) হিজরবাড়ীয়া গ্রামের ভ্যানচালক খেদের আলীর ছেলে। অভিযুক্ত আকুব আলী একই গ্রামের সুলতান আলীর ছেলে।
স্থানীয়রা আহত রিপন হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী ভ্যানচালক খেদের আলী জানন, আমি গ্রামের একটি চায়ের দোকানে বসে বলেছি, শুনলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মেহেরপুরের-২ (গাংনী) আসনে মনোনয়ন পেয়েছেন আমজাদ হোসেন, মেহেরপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন মাসুদ অরুণ- এই কথা বলার সঙ্গে সঙ্গে চায়ের দোকানে বসে থাকা আকুব আলী আমাকে মারতে আসে। এর একপর্যায়ে আমার ছেলে রিপন মাঠে ঘাস কাটতে ওই দিক দিয়ে যাওয়ার সময় এর প্রতিবাদ করে। এ সময় রিপনের হাতের হাঁসুয়া কেড়ে নিয়ে আকুব আমার ছেলেকে কুপিয়ে জখম করে। আমার ছেলের গলায় ১২টি সেলাই দেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আমি বিচার দাবি করছি।
এ ঘটনায় অভিযুক্ত আকুব আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন