ময়মনসিংহের সদরে দুই মোটরসাইকেলে এসে শিবলু মিয়া (২০) নামে এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সরকারি পুকুরপাড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিবলু মিয়া ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিক উদ্দিন বলেন, সন্ধ্যার পর শিবলুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সাখে সাথে তাকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত শিবলুর চাচা আকি মিয়া বলেন, আনুমানিক বছরখানেক ঘাগড়া ইউনিয়নের সুহেলী গ্রামের সাইদ মিয়ার মেয়ে মিমের সাথে বিয়ে হয় শিবলুর। বিয়ের পর থেকে সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত। সম্প্রতি মিম তার স্বামী নিহত শিবলুর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায়।
পরে গত বুধবার শিবলু তার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। সেখানে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে আটকে রাখে। পরে শিবলুর মা-বাবা খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ ঘটনায় আজ শুক্রবার সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু, শিবলুর শ্বশুরবাড়ির লোকজন না আসায় সালিশ হয়নি।
তিনি আরও বলেন, ঘটনার সময় দাপুনিয়া ইউনিয়নের সরকার পুকুরপাড় বাজারে ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে ৩/৪ জন যুবক তাকে ডেকে বাজারের পাশে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শিবলুর চিৎকারে বাজারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি। কি কারণে হত্যাকান্ড হয়েছে, জানার চেষ্টা করছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন