শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:০০ পিএম

নতুন চমক নিয়ে আসছে ‘বাহুবলী থ্রি’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:০০ পিএম

বাহুবলী থ্রি। ছবি- সংগৃহীত

বাহুবলী থ্রি। ছবি- সংগৃহীত

দশ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার ইতিহাস গড়া ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’। তবে ভক্তদের ধারণার মতো নতুন কিস্তি নয়, এবার প্রযোজক এবং পরিচালক এস. এস. রাজামৌলি উপহার দিচ্ছেন আগের দুই ছবির একত্রিত ও উন্নত সংস্করণ।

প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, এই বিশেষ সংস্করণ তৈরি করা হচ্ছে সিরিজটির ১০ বছরপূর্তি উপলক্ষে। এতে একসঙ্গে দেখানো হবে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭)—এক ধারাবাহিক সিনেমা হিসেবে। নতুন সংস্করণটির মোট দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট, যেখানে প্রথমার্ধে দেখানো হবে প্রথম ছবির গল্প, বিরতির পর চলবে দ্বিতীয় কিস্তির কাহিনি।

প্রযোজক বলেন, ‘দুই ছবিকে একসঙ্গে দেখা যাবে, কিন্তু গল্পের প্রবাহ বা আবেগের ওঠানামা আগের মতোই থাকবে।’

শুধু তাই নয়, নতুন সংস্করণে থাকছে কিছু অদেখা দৃশ্য, যা মূলত পূর্বের সংস্করণে বাদ পড়েছিল। রাজামৌলি শুটিংয়ের সময় প্রায় ১১ ঘণ্টার ফুটেজ ধারণ করেছিলেন, যার অনেকটাই এডিটিংয়ের সময় কেটে ফেলা হয়েছিল। এবার সেই ফুটেজের কিছু অংশ নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে।

যদিও ‘বাহুবলী থ্রি’ নামে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, প্রযোজকের ভাষ্যে স্পষ্ট, ‘এটি তৃতীয় পর্ব নয়, বরং বাহুবলীর জগতকে নতুনভাবে উপস্থাপন করার সূচনা। ভবিষ্যতে গল্প আরও এগোতে পারে।’

স্মরণযোগ্য, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্ব ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়, এবং ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েল বিশ্বজুড়ে ১,৮০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসির।

উল্লেখযোগ্য বিষয়, পুনঃমুক্তির আগে নেটফ্লিক্স থেকে আগের দুই পর্ব সরিয়ে নেওয়া হয়েছে, যাতে দর্শকরা আবারও সিনেমা হলে গিয়ে এই মহাকাব্যিক গল্পের অভিজ্ঞতা নিতে পারেন।

নতুন সংস্করণটি ৩১ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভক্তদের প্রত্যাশা, রাজামৌলির বাহুবলী আবারও তাদের ফিরিয়ে নিয়ে যাবে সেই জাদুকরী মহাকাব্যের জগতে যেখানে প্রশ্ন একটাই, ‘কাটাপ্পা বাহুবলীকে কেন মারল?’

Link copied!