২০২৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখার এক কঠিন লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
৪৪ বছর পর এশিয়া কাপের মূল পর্বে খেলার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই হামজা-জামালদের সামনে।
এদিকে দেশের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গিয়ে দেখতে না পারলেও, ঘরে বসেই উপভোগ করার জন্য রয়েছে একাধিক সুযোগ।
টিভি ও অনলাইনে ম্যাচ দেখবেন যেভাবে
বাংলাদেশ বনাম হংকং-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টেলিভিশনে সরাসরি সম্প্রচার: (ফ্রি)
ফুটবলপ্রেমীরা বিনা মূল্যে খেলাটি সরাসরি দেখতে পারবেন দেশের দুটি জনপ্রিয় টিভি চ্যানেলে।
টি-স্পোর্টস (T Sports) ও নাগরিক টিভি
অনলাইনে লাইভ স্ট্রিমিং: (সাবস্ক্রিপশন ফিসহ)
যারা অনলাইনে, মোবাইল বা স্মার্ট ডিভাইসে খেলা দেখতে পছন্দ করেন, তাদের জন্য রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো (Bongo)-এর ব্যবস্থা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাথে হাত মিলিয়ে বঙ্গো এবারের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচগুলোর অফিসিয়াল ওটিটি পার্টনার হয়েছে।
বঙ্গোতে খেলা দেখার জন্য আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে, এক ম্যাচের সাবস্ক্রিপশন মূল্য ২৫ টাকা।
অপরদিকে, দুই ম্যাচের প্যাকেজ ৪৫ টাকা (হংকং ও আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ)।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন