বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৪:৫৯ পিএম

আগামী গ্রীষ্মেই রোনালদো-জর্জিনার বিয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে গত কয়েকমাস আগে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। গত আগস্টে বাগ্‌দানের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন ছিল— কবে বিয়ে করছেন এই তারকা জুটি? এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ শেষে আগামী গ্রীষ্মেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা। ২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ। নয় বছরের পথচলায় বর্তমানে এই দম্পতির ঘরে চার সন্তান।

পর্তুগিজ দৈনিক 'জর্নাল দা মাদেইরা'-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের গ্রীষ্মে রোনালদোর স্মৃতিবিজড়িত মাদেইরা দ্বীপে খ্রিস্টধর্মীয় রীতি অনুযায়ী দুজনের বিয়ে সম্পন্ন হবে। বিশ্বকাপ শেষে এই বিবাহ অনুষ্ঠান হবে ফুনচাল ক্যাথেড্রালে।

বিয়ের পর অভ্যর্থনা অনুষ্ঠান হবে মাদেইরার এক বিলাসবহুল হোটেলে, যা রোনালদোর জন্মস্থানের কাছেই অবস্থিত। হাসপাতাল যেখানে রোনালদোর জন্ম, সেখান থেকে মাত্র দেড় মাইল দূরে এই হোটেল। আর তিন মাইল দূরে নাসিওনাল দা মাদেইরার মাঠ, যেখানে কৈশোরে ফুটবল খেলেছেন সিআর সেভেন।

গত আগস্টে রোনালদো জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন। জর্জিনা তার বাগ্‌দানের আংটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লিখেছিলেন, হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, সব জীবনেই।

প্রস্তাব দেওয়ার মুহূর্তটি সম্প্রতি 'পিয়ার্স মর্গান আনসেন্সরড'-এ দেওয়া এক সাক্ষাৎকারে বর্ণনা করেছেন রোনালদো। তিনি স্বীকার করেন যে তিনি খুব একটা রোমান্টিক নন, তবে ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত।

রাত তখন একটা। মেয়েরা ঘুমিয়ে। এক বন্ধু আংটিটি দিল জিওকে (জর্জিনা) দেওয়ার জন্য। আমি আংটি দিচ্ছি, হঠাৎ দুই ছেলে এসে বলল, 'ড্যাড, তুমি মাকে আংটি দেবে, সঙ্গে বিয়ের প্রস্তাবও।' তখনই মনে হলো, এটাই সঠিক সময়।

আমি জানতাম একদিন (বিয়ের প্রস্তাব) করব, কিন্তু সেদিনই করার পরিকল্পনা ছিল না। ছেলেমেয়েরা বলল, বন্ধুরা ভিডিও করছিল, তাই করলাম। হাঁটু গেড়ে বসিনি; কারণ, প্রস্তুত ছিলাম না।

তবে মুহূর্তটা ছিল সুন্দর। ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলাম। আমি ফুল দিয়ে ঘর ভরানো মানুষ নই, তবে আমার মতো করে আমি রোমান্টিক। জানতাম, সে-ই আমার জীবনের নারী।

ফুটবলের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় রোনালদো জর্জিনার জন্য আংটি কিনতে বিপুল অর্থ খরচ করেছেন। ব্রিটিশ এনগেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা টেলরের মতে, জর্জিনার হীরকখচিত আংটিটির মূল্য প্রায় ১৫ লাখ পাউন্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!