ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭টি আসনে প্রার্থী দেওয়ার প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী)।
বুধবার (২৬ নভেম্বর) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
দলটি জানিয়েছে, পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে নির্বাচনী তহবিল সংগ্রহে জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে তারা।
বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা বলেন, অর্থ ও পেশিশক্তির রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে তারা গণমানুষের অধিকারের পক্ষে রাজনীতি করেন। আগামী নির্বাচনে আমরা সাধারণ মানুষের শক্তি ও গণআন্দোলনের শক্তিকে সামনে নিয়ে এগোব।
নির্বাচনে অংশগ্রহণকে সামনে রেখে দলটি রাজনৈতিক উপস্থিতি জোরদার ও জনভিত্তি তৈরি করতে মাঠপর্যায়ে প্রচার সংগঠনের কাজে মনোযোগ দিচ্ছে বলে জানা গেছে।
৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা
দিনাজপুর-২: কামরুল আলম, নীলফামারী-১: রফিকুল ইসলাম, নীলফামারী-৪: মাইদুল ইসলাম, রংপুর-১: আহসানুল আরেফিন তিতু, রংপুর-৩: আনোয়ার হোসেন বাবলু, রংপুর-৪: প্রগতি বর্মণ তমা, রংপুর-৫: বাবুল আক্তার, কুড়িগ্রাম-৪: রাজু আহমেদ, গাইবান্ধা-১: পরমানন্দ দাস, গাইবান্ধা-২: আহসানুল হাবিব সাঈদ, গাইবান্ধা-৩: কাজী আবু রাহেন শফিউল্লাহ্, গাইবান্ধা-৫: রাহেলা খাতুন, জয়পুরহাট-১: তৌফিকা দেওয়ান লিজা, বরিশাল-৫: সাইদুর রহমান।
তালিকায় আরও যারা রয়েছেন- ময়মনসিংহ-১: আবদুর রাজ্জাক, ময়মনসিংহ-৩: আরিফুল হাসান, ময়মনসিংহ-৪: শেখর রায়, শেরপুর-৩: মো. মিজানুর রহমান, কিশোরগঞ্জ-১: আলাল মিয়া, ঢাকা-৫: শাহিনুর আক্তার সুমি, ঢাকা-৭: সীমা দত্ত, ঢাকা-৮: রফিকুজ্জামান ফরিদ, ঢাকা-১৬: রাশেদ শাহরিয়ার, গাজীপুর-১: তসলিমা আক্তার বিউটি, গাজীপুর-২: মাসুদ রেজা, গাজীপুর-৩: সোহেল রানা, গাজীপুর-৬: শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫: সাদেকুল ইসলাম, মাদারীপুর-২: দিদারুল ইসলাম, মৌলভীবাজার-২: সাদিয়া নোশিন তাসনিম, ফেনী-২: ইন্দ্রাণী ভট্টাচার্য, নোয়াখালী-৪: বিটুল তালুকদার, নোয়াখালী-৫: মুনতাহার প্রীতি, লক্ষ্মীপুর-৪: শাহরিয়ার মাহমুদ আবির, চট্টগ্রাম-৯: শফিউদ্দিন কবির আবিদ, চট্টগ্রাম-১০: আসমা আক্তার এবং চট্টগ্রাম-১১: দীপা মজুমদার।
দলটির এই প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন নিবন্ধন পাওয়া ছোট দলটির সক্রিয় উপস্থিতি আরও দৃশ্যমান হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন