বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের যে স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’, ‘এই লক্ষ্যকে সামনে রেখেই জনগণের মনের কথা ও বাস্তব সমস্যাগুলো সাহসের সঙ্গে তুলে ধরতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে মানুষের দুঃখ-কষ্ট, প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে।’
বুধবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে, কারণ নির্বাচন গণতন্ত্রের বাহক। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যত শক্তিশালী হবে, সংশোধন ও সঠিক পথে উন্নয়নের সুযোগও তত বৃদ্ধি পাবে।’
এর আগে সকালে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। পরে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান চলতে থাকে।

দিনের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী, প্রধান সম্পাদক করিম আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান, যুগ্ম সম্পাদক মাইনুল হক ভুঁইয়া, বার্তা সম্পাদক এসআই শরীফসহ পত্রিকার বিভিন্ন বিভাগের সাংবাদিকরা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ডিরেক্টর মিজানুর রহমান, ডিরেক্টর সুজাউল হাসান, হেড অব এইচআর মাহফুজুল ইসলাম চৌধুরী, ডিজিএম মাহতাব উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ আলী, ডেপুটি ডিরেক্টর মুহাম্মাদ ফরহাদ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নবযাত্রার এক বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী রাসেল। তিনি বলেন, ‘যেটুকু আশা করেছিলাম, এক বছরে তার চেয়ে বেশি এগিয়েছে রূপালী বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সাংবাদিকতা হিসেবে রূপালী বাংলাদেশ যেন দেশে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দেশের সব জেলার প্রতিনিধি, দেশ-বিদেশের পাঠক, দর্শক ও বিজ্ঞাপনদাতা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী। তিনি বলেন, ‘আমরা সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। এখন থেকে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। সবার আগে সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে রূপালী বাংলাদেশ পরিবার আরও গতিশীলভাবে কাজ করবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন