সাত দিনেই বাজেটের চারগুণ আয় করল সাইয়ারা
জুলাই ২৬, ২০২৫, ০৮:৪৫ এএম
প্রেম, সংগীত আর তারুণ্যের আবেগ মিশিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘সাইয়ারা’ ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এ চলচ্চিত্রটি শুধু মন জয়ই করেনি, রীতিমতো আবেগের ঢেউ তুলেছে সিনেমা হলে। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকরা কেঁদে ভাসাচ্ছেন হল, কেউ কেউ আবার অজ্ঞানও হয়ে পড়ছেন সিনেমা...