রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৪৪ এএম

নিরাপত্তারক্ষীরই ১৫ কোটির ফ্ল্যাট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৪৪ এএম

ফারাহ খান ও রাখি সাওয়ান্ত।      ছবি- সংগৃহীত

ফারাহ খান ও রাখি সাওয়ান্ত। ছবি- সংগৃহীত

বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও নৃত্য পরিচালক ফারাহ খান থাকেন এক বিলাসবহুল তিনতলা অ্যাপার্টমেন্টে, যেখানে রয়েছে ব্যক্তিগত সুইমিংপুল ও লিফট। সম্প্রতি রাখি সাওয়ান্ত তার ভ্লগে অতিথি হয়ে এ বাড়িতে গিয়ে রান্না করেন ও আড্ডা দেন।

রাখি যখন অটোরিকশায় ফারাহর অ্যাপার্টমেন্টে পৌঁছান, তখন নিরাপত্তারক্ষীর কাছে জানতে চান, একটি ফ্ল্যাটের দাম কত। উত্তরে তিনি বলেন, ‘১৫ কোটি রুপি।’

এতে অবাক হয়ে রাখি উপরে গিয়ে ফারাহকে বলেন, আমার বাড়ি তোমার থেকে বড়, আমারটা ৫০ কোটি রুপি!

ফারাহ হেসে জবাব দেন, তুমি আমার বাড়ির দাম কমাচ্ছ কেন? এই ভবনে আমার নিরাপত্তারক্ষীরই ১৫ কোটির ফ্ল্যাট আছে! রাখি তখন জানতে চান, ফারাহর নিজের বাড়ির দাম কত? জবাবে ফারাহ বলেন, আমি সেটা বলতে পারি না, তবে আমার আরও দুটি তলা ও ব্যক্তিগত সুইমিংপুল আছে।

মজার ছলে রাখি বলেন, বলিউডে আমাকে কাজের টাকা দেয় না, সব টাকা ফারাহ খান নিয়ে যান।

ফারাহ পাল্টা হেসে বলেন, বাজে কথা! আমি তো সবাইকে বিনা মূল্যে কাজ করে দিই।

রাখি বাড়ি ছাড়ার সময় ফারাহ নিজে তাকে ‘জেমস বন্ড’ নামে পরিচিত বিশেষ লিফটে নামিয়ে দেন, যা সরাসরি অ্যাপার্টমেন্টে ওঠানামা করে।

২০২৪ সালে ফারাহ খান তার কুকিং ভ্লগ শুরু করেন, যেখানে তিনি জনপ্রিয় অতিথিদের সঙ্গে রান্না ও আড্ডায় অংশ নেন। দর্শকেরা ফারাহ ও তাঁর সহকারী রাঁধুনি দিলিপের হাস্যরসাত্মক কথোপকথন বেশ উপভোগ করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

রূপালী বাংলাদেশ

Link copied!