নিরাপত্তারক্ষীরই ১৫ কোটির ফ্ল্যাট
অক্টোবর ২৬, ২০২৫, ০২:৪৪ এএম
বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও নৃত্য পরিচালক ফারাহ খান থাকেন এক বিলাসবহুল তিনতলা অ্যাপার্টমেন্টে, যেখানে রয়েছে ব্যক্তিগত সুইমিংপুল ও লিফট। সম্প্রতি রাখি সাওয়ান্ত তার ভ্লগে অতিথি হয়ে এ বাড়িতে গিয়ে রান্না করেন ও আড্ডা দেন।
রাখি যখন অটোরিকশায় ফারাহর অ্যাপার্টমেন্টে পৌঁছান, তখন নিরাপত্তারক্ষীর কাছে জানতে চান, একটি ফ্ল্যাটের দাম কত। উত্তরে...