সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:১৩ পিএম

তামান্নার নাচে মেতেছে বলিউড, কটাক্ষ রাখির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:১৩ পিএম

তামান্না ভাটিয়া ও রাখি সাওয়ান্ত।  ছবি - সংগৃহীত

তামান্না ভাটিয়া ও রাখি সাওয়ান্ত। ছবি - সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও মাতিয়েছেন দর্শকদের। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ‘গফুর’ গানে তার নাচ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা বলছেন, এবার হয়তো ‘আইটেম ডান্স কুইন’-এর মুকুটটা তার মাথায়ই উঠতে যাচ্ছে।

তবে এই সাফল্যের মাঝেই মুখ খুললেন একসময়ের বিতর্কিত ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখির অভিযোগ-এখনকার নায়িকারাই ‘আইটেম গানে’ নাচছেন, ফলে আসল আইটেম ডান্সের আবেদন নষ্ট হয়ে যাচ্ছে।

রাখি বলেন, আমাদের সময়ে আইটেম গানে ছিল অন্যরকম মাদকতা। এখনকার নাচে সেই আবেগ বা জাদু নেই। এরা (তামান্না ও অন্যরা) আমাদের দেখে দেখে নাচ শিখেছে। এখন নায়িকা হওয়ার সময় পেরিয়ে গেলে আমাদের পেটে লাথি মেরে আইটেম গানে নাচছে। ওদের লজ্জা হওয়া উচিত!

এমনকি তিনি দাবি করেছেন, আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম! এবার আমি নায়িকা হব।

তামান্না ভাটিয়া এর আগেও ‘আজ কি রাত’ ও ‘কাবালা’ গানে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এবার ‘গফুর’ গানটি বলিউডজুড়ে উন্মাদনা ছড়িয়েছে। তবে সেই সাফল্যের সঙ্গেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক।

রাখির মন্তব্যে তামান্না এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ভক্তদের দাবি- ‘আইটেম ডান্স’-এর সংজ্ঞাই বদলে দিয়েছেন তামান্না।

তাদের ভাষায়, তামান্নার নাচে শুধু গ্ল্যামার নয়, আছে আত্মবিশ্বাস, সাহস আর নিজের প্রতি ভালোবাসা-যেটা তাকে অনন্য করেছে।

এক নারী ভক্ত এক অনুষ্ঠানে বলেন, তোমার নাচে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে-এই কারণেই তুমি আলাদা।

তামান্না নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি নিজেকে কখনো ‘পৃথুল’ ভাবিনি। আমি যেমন, তাতেই আমি সুন্দর।

‘আইটেম কুইন’ উপাধি রাখি সাওয়ান্তের হাতেই থাকবে, নাকি সেটি ছিনিয়ে নেবেন তামান্না ভাটিয়া?

রূপালী বাংলাদেশ

Link copied!