সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৪:৫১ পিএম

যন্ত্রণা ও মুক্তির গল্প ‘বন্দী’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৪:৫১ পিএম

বন্দী নাটকের পোস্টার। ছবি- সংগৃহীত

বন্দী নাটকের পোস্টার। ছবি- সংগৃহীত

হঠাৎ করেই গুমের শিকার হন অভিনেতা আরশ খান। শুরু হয় বন্দি জীবনে বাঁচার সংগ্রাম। তার পায়ে শিকল পরানো। ঘরের এক কোনা থেকে যেতে পারেন অন্য কোনায়। ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই। এক ঘরে একা থাকতে হয় দিনের পর দিন। কয়েক দিনের খাবার ছিল ঘরে। একপর্যায় ফুরিয়ে যায় খাবার। চিবিয়ে খান কাঁচা আলু। এক সময় তাও ফুরিয়ে যায়। পরিবারকে দেখার আর্তনাদ আর অনাহারে মৃত্যুর হাত থেকে বাঁচার প্রাণপন চেষ্টা দর্শককে বন্দি করে রাখে একটা ঘরে। একটা সময় জানা যায় আরশের বন্দিত্বের কারণ।

আরও জানা যায়, তার দিকে ধেয়ে আসছে নির্মম মৃত্যু। মিকসেতু মিঠুর গল্প ও নির্মাণে এভাবেই এগিয়েছে আরশ খান ও প্রিয়ন্তী ঊর্বী অভিনীত নাটক ‘বন্দী’। সম্প্রতি নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারের পর মুক্তি পেয়েছে ব্যাকবেঞ্চার ফিকশন নামের ইউটিউব চ্যানেলে। মুক্তির পর থেকেই মিকসেতু মিঠুর গল্প ও নির্মাণের পাশাপাশি আরশ খানের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে।

নাটকটি নিয়ে নির্মাতা মিকসেতু মিঠু বলেন, ‘নেশার খপ্পরে পড়ে আমাদের সমাজটা নানা দিক দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। গল্পে আমি সেই দিকটাই তুলে ধরার চেষ্টা করেছি। এই নাটক দেখে একজন মানুষও যদি নেশার পথ থেকে সরে আসতে পারে সেটাই আমার বড় অর্জন।’

অভিনেতা আরশ খান বলেন, ‘কিছু কাজ করে অসম্ভব ভালো লাগে। কাজের শেষে দর্শক প্রতিক্রিয়া দেখে মনটা শীতল হয়ে যায়। বন্দি তেমন একটি কাজ। প্রচারের পর থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছি। ভালো লাগছে। মনে হচ্ছে মিকসেতু মিঠুর সঙ্গে আরও কাজ করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!