টানাপোড়েনের গল্প ‘কেউ তো জানে’
আগস্ট ২৮, ২০২৫, ০৮:৪৪ এএম
সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘কেউ তো জানে’। নাটকটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্য জীবনের নিঃসন্তান কষ্ট, পারিবারিক টানাপোড়েন এবং সম্পর্কের জটিল আবেগঘন গল্প।
পাভেল ইসলামের রচনায় ও কাজী সাঈফ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন পাভেল ইসলাম, মানসী প্রকৃতি, মাইমুনা ফেরদৌস মম, সালমান রাফি, বাদল শহীদ, সুলতানা লীনা, কামরুজ্জামান সবুজ...