শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০২:৪১ পিএম

শফিক রিয়ানের গল্পে পার্থ ও নওবা‍‍’র শেষ চিঠি 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০২:৪১ পিএম

পার্থ শেখ, শফিক রিয়ান ও নওবা তাহিয়া ।    ছবি- সংগৃহীত

পার্থ শেখ, শফিক রিয়ান ও নওবা তাহিয়া । ছবি- সংগৃহীত

ভালোবাসা নতুন নাটক ‘শেষ চিঠি’। তরুণ প্রজন্মের অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী নওবা তাহিয়া অভিনীত এ নাটকটি চিত্রনাট্য করেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান। দীর্ঘদিন লেখালেখির পর নাট্যজগতে তার এটি তৃতীয় কাজ। নাটকটি পরিচালনা করেছেন সাদনান রনি।

‘শেষ চিঠি’ ভালোবাসা, সম্মর্কের ভাঙাগড়ার গল্প। সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের সার্বজনীন চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে।

সাদনান রনি বলেন, শফিক রিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। গল্পকে নাটকে রূপ দিতে পেরেছি এটা আমার জন্য আনন্দের। উনি মূলত কথাসাহিত্যিক, নাটকের স্ক্রিপ্ট কম লিখেনপ। গল্পটিতে সম্পর্ক, আত্মত্যাগ আর ভালোবাসার টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাবে, যেখানে শেষ দৃশ্য দর্শকদের মনে গভীর আবেগ ছুঁয়ে যাবে। আশা করছি দর্শকরাও মুগ্ধ হবেন।

অভিনেতা পার্থ শেখ বলেন, ‘শেষ চিঠি’ আমার জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। গল্পটা একেবারেই আমাদের চারপাশের পরিবারের কথা বলে। শফিক রিয়ানের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। গল্প ও প্লট খুব প্রাঞ্জল এবং হৃদয়স্পর্শী। আশা করি, দর্শকেরাও এই গল্পে নিজেদের খুঁজে পাবেন।’

অভিনেত্রী নওবা তাহিয়া বলেছেন, ‘শেষ চিঠি’ আমার জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। গল্পে আমি একজন চিত্রশিল্পীর চরিত্র করেছি।শফিক রিয়ানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। কাহিনি সহজবোধ্য হলেও আবেগঘন, যা দর্শকদের নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পেতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।’

নাটকটির প্রযোজক ছিলেন মো. জিল্লুর রহমান জুয়েল, প্রযোজনা প্রতিষ্ঠান অর্পিতা মাল্টিমিডিয়া। নাটকটিতে চিত্রগ্রাহক ছিলেন ইমাদ ইমরান।

পার্থ শেখ ও নওবা তাহিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন-শেখ স্বপনা, মো. মনিরুল ইসলাম মনির, ফারুক আল ফারাবী, নুসরাত জাহান নিসা প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!