* ভার্চুয়াল বৈঠকে আজ বরিশালের ২১ আসনে প্রার্থী ঘোষণা করতে পারেন তারেক রহমান
ত্রয়োদশ নির্বাচনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে বরিশালের ২১টি আসনের জনপ্রিয় মুখগুলোকে প্রকাশ্যে নিয়ে আসতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে বিএনপি। অসংখ্য মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে অর্ধশত রাজনীতিককে যাচাই-বাছাই শেষে ঢাকায় ডেকে নিয়েছে দলটি। আজ সোমবার এই মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বিএনপির দলীয় হাইকমান্ড রাজধানীর গুলশান কার্যালয়ে বৈঠকে মিলিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে এবং এতে ভার্চুয়ালি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হওয়ার কথা রয়েছে। আজকের ওই বৈঠককে ঘিরে হাইকমান্ডের দিকে মুখিয়ে আছেন বরিশাল তথা দক্ষিণাঞ্চলের তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব-নিকাশ ও বিচার-বিশ্লেষণ।
অবশ্য এর আগেও বরিশালের ২১টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় ডেকে নিয়েছিল দলীয় হাইকমান্ড। বিভিন্ন সময়ে তাদের তলব করে সাক্ষাৎকার গ্রহণ করা হলেও ত্রয়োদশ নির্বাচনে প্রার্থী চূড়ান্তভাবে ঘোষণা করেনি। সর্বশেষ আজ বরিশালের সবকটি আসনের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে একসাথে বৈঠক করবে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
কেন্দ্রীয় বিএনপির সূত্র জানায়, বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে অন্তত অর্ধশত রাজনীতিককে শুক্রবার নোটিশ দেওয়া হয়েছে। শনিবার অনেকেই ঢাকায় চলে গেছেন। তাদের নিয়ে আজ গুলশান কার্যালয়ে বৈঠক করবেন বিএনপি শীর্ষ নেতারা। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনলাইনে যুক্ত হবেন এবং বরিশালের প্রতিটি আসনে তিনিই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেন। প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে নিজেদের মধ্যকার যাতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সেজন্য বরিশালের প্রতিটি আসন থেকে অন্তত ৩-৪ জন করে মনোনয়নপ্রত্যাশীকে ডাকা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ডাক পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারের (অ্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি নেতা কর্নেল (অবসরপ্রাপ্ত) আনোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক লায়ন আক্তার সেন্টু মনোনয়নপ্রত্যাশী। তাদেরকেও ঢাকায় ডাকা হয়েছে।
বরিশাল-৩ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার খান এবং ব্যারিস্টার আসাদুজ্জামান আসাদকে ডেকে নেওয়া হয়েছে।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) সংসদীয় আসন থেকে মেজবাহ উদ্দীন ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক হাওলাদার এবং বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহও গুলশানের বৈঠকে অংশ নিচ্ছেন।
বরিশাল-৫ (বরিশাল সদর ও মহানগর) আসনে মনোনয়নপ্রত্যাশী মজিবর রহমান সরোয়ার, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনও কেন্দ্রের ডাকে রাজধানীতে অবস্থান করছেন।
বরিশাল-৬ বাকেরগঞ্জ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লায়ন নুরুল ইসলাম খান মাসুদ, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট বিএনপির সাবেক সভাপতি সোলায়মান সেরনিয়াবাত হাইকমান্ডের ডাক পেয়েছেন।
সূত্র জানিয়েছে, বরিশাল বিভাগের ২১টি আসনের অন্তত অর্ধশত মনোনয়নপ্রত্যাশী আজ গুলশান বিএনপির কার্যালয়ে বৈঠকে অংশ নেবেন। হাইকমান্ড তাদের মধ্যে থেকে প্রতিটি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করবে। তবে আসনসমূহে জনপ্রিয় এবং রাজনীতির মাঠে শক্তপোক্ত অবস্থান দেখে মনোনয়ন দেওয়া হতে পারে।
এই তথ্য নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান রূপালী বাংলাদেশকে জানান, সোমবারের (আজ) বৈঠকেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হওয়ার সম্ভাবনা বেশি। তাদের নেতা তারেক রহমান যাকে ধানের শীষ দিয়ে মনোনীত করবেন, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এমন নির্দেশনা ভার্চুয়াল বৈঠকে তিনি নিজেই দিতে পারেন, মন্তব্য করেন আকন কুদ্দুস।
তৃণমূল নেতাকর্মীরা বলছেন, বরিশালে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ছড়াছড়িতে কর্মী-সমর্থকরা এক ধরনের অস্বস্তির মধ্যে ছিল। কিছুটা বিলম্বে হলেও আজ চূড়ান্তভাবে প্রতিটি আসনে একজন করে প্রার্থী ঘোষণা দেওয়া হতে পারে, যার মধ্যদিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হওয়ার পাশাপাশি নিজেদের মধ্যকার বিরোধ মিটে যাওয়ার সুযোগ তৈরি হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন