৫ অক্টোবর ২০১২, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক দিন। কারণ ওই দিনই বাংলাদেশের চলচ্চিত্রের ডিজিটাল যুগের যাত্রা শুরু হয় শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে। আর এই সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের ডিজিটাল যুগের প্রথম নায়িকা হিসেবে সিনেমায় অভিষেক হয় জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। প্রথম সিনেমা দিয়েই দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন মাহিয়া মাহি। এরপর মাহিয়া মাহি জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ সিনেমাতে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অনবদ্য অভিনয় করে ব্যাপক আলোচনায় চলে আসেন।
সবশেষ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত ‘জান্নাত’ সিনেমাতে নাম ভূমিকায় মাহি তার অভিনয় দিয়ে দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন। আর এই সিনেমাতেই অনবদ্য অভিনয়ের জন্য এবার তাকে গত ২৫ অক্টোবর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘ভায়োলেটস গ্রুপস’ আয়োজিত’ একটি অনুষ্ঠানে ‘বেস্ট অ্যাকট্রেস’ হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ‘ভায়োলেটস’-এর সিইও শারমিন তানিম স্বাক্ষরিত সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্র থেকে মাহিয়া মাহি বলেন, ‘সিনেমাতে অভিনয় জীবনের এক যুগেরও বেশি সময়ের পথ চলায় বাংলা ভাষাভাষী কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিছুদিন আগেও যখন আর্তনাদ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরার ঘোষণা এলো তখন দর্শকের ভালোবাসায়, শুভেচ্ছায় আমি সিক্ত হয়েছি। দর্শক আমাকে মন থেকে একজন অভিনেত্রী হিসেবে, নায়িকা হিসেবে আমাকে এতটা ভালোবাসেন তা নতুন করে অনুভব হলো।

 
                            -20251027031547.webp) 
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251027032955.webp) 
                                                                                    -20251027032855.webp) 
                                                                                    -20251027032750.webp) 
                                                                                    -20251027032655.webp) 
                                                                                     
                             
        
        
       -20251027032559.webp) 
       -20251027032501.webp) 
       -20251027032405.webp) 
       -20251027032317.webp) 
       -20251027032227.webp) 
        
        
        
        
       -Tower-in-Gopalganj-20251020201015.webp) 
        
        
        
        
        
        
       -20251020114155.webp) 
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন