হুমায়ূন আহমেদ : সিনেমার গল্পে এক অমর নির্মাতা
নভেম্বর ১৩, ২০২৫, ০২:২২ এএম
বাংলা সাহিত্য ও চলচ্চিত্র দুই জগতেই সমান সাফল্যের ছাপ রেখে গেছেন কলম জাদুকর ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। তিনি অসংখ্য গল্প, কবিতা, সংগীত, নাটক ও চলচ্চিত্র রচনা করেছেন। নন্দিত এই লেখক বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। হুমায়ূন আহমেদ গল্পের জাদুকর থেকে পরিণত হয়েছেন সিনেমার মায়াবী নির্মাতায়। মানবিক সম্পর্ক, গ্রামীণ সরলতা, মুক্তিযুদ্ধ,...