টরন্টো ফেস্টিভালে দেশের ৪ সিনেমা
আগস্ট ১৬, ২০২৫, ০৬:৩৮ এএম
কানাডার টরন্টোতে ‘অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভালে’ দেখা যাবে বাংলাদেশের চার সিনেমা। পাঁচ দিনের উৎসবে দেখানো হবে মুক্তিযুদ্ধের সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’, ‘আম কাঁঠালের ছুটি’, ‘আগন্তক’ ও ‘নয়া মানুষ’। আগামী ২৪-২৮ অগাস্ট টরন্টোর সিনেপ্লেক্স ওডেন এগলিন্টন টাউন সেন্টারে বসবে এই চলচ্চিত্র উৎসব।
প্রতিদিন বিকেল ৬টা থেকে...