সাদেক স্যারের জাদু
                        অক্টোবর ২৮, ২০২৫,  ০১:৪৬ এএম
                        সবুজেঘেরা মিলনপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারপাশে ছিল সবুজ খেত, বাঁশঝাড়, দীঘি আর বিল ঝিল। গ্রামে অনেক ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়ে ছিল। তারা সারাদিন মাঠে দৌড়ে বেড়াত, নদীতে সাঁতার কাটত, কখনো গাছে চড়ে পাকা আম কুড়াত। খেলাধুলা, দুষ্টুমি করেই দিন কেটে যেত। বই-খাতা খুলে বসা যেন...