ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যারা বাংলাদেশকে চায়নি, তারা আবার দেশের শাসনভার চায় কীভাবে? ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে তারা।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশকে চায়নি, তারা আবার দেশের শাসনভার চায় কীভাবে? ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে তারা। স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে। তারা ভাবছে, আওয়ামী লীগের ভোট তারা পাবেন, কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে।
বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশে এখন এমন এক অবস্থা চলছে কার দেশ কে চালায় তা বোঝা যায় না। বেকারত্ব বেড়েছে, মানুষের চাপ বেড়েছে ঢাকায়, ফুটপাতে দোকান বাড়ছে। অথচ সরকারের কোনো দৃষ্টি নেই সেখানে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর নির্ভর করে টিকে আছে। একটা তাদের নিজের সৃষ্টি, আরেকটি পুরোনো দল। তাদের কোনো জনভিত্তি নেই। প্রতীক নিয়ে যা বলেছে, তাই করা হয়েছে।
সরকার নির্বাচনি প্রক্রিয়ায় অবৈধ উপায়ে জয়ের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, রাতের ভোটের মতো কিছু ঘটাতে পারে অন্তর্বর্তী সরকার। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
মনোনয়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সুন্দর মনোনয়ন হয়েছে, অনেকেই কষ্ট পেয়েছেন, কিন্তু তারেক রহমান ভেবেচিন্তে মনোনয়ন দিয়েছেন। আমরা এখন এক বিশাল নির্বাচনি যাত্রায় নেমেছি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় নিশ্চিত।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন