স্বীকৃত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তি প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।
সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক ২০১৫-২০১৬ অর্থবছরে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তকরণের প্রস্তাবের বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনার মূল বিষয়সমূহ
প্রথম পর্যায়: যেসব ইবতেদায়ি মাদ্রাসা ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮’-এর শর্ত পূরণ করেছে, তাদের এমপিওভুক্ত করা হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় পর্যায়: ২০১৮ সালের নীতিমালার শর্ত পূরণের ভিত্তিতে অবশিষ্ট মাদ্রাসাগুলিকে জেলা প্রশাসকদের প্রতিবেদন গ্রহণের পর ক্রমে এমপিওভুক্ত করা হবে।
অর্থনৈতিক ও প্রশাসনিক বিষয়:
- এমপিওভুক্ত মাদ্রাসা ও শিক্ষকদের সংখ্যা চূড়ান্ত করার আগে অর্থ বিভাগের অনুমতি নিতে হবে।
- এমপিওভুক্তকরণের পর সংশ্লিষ্ট মাদ্রাসার অনুদানভুক্তি বাতিল করতে হবে।
- শিক্ষক আন্দোলন ও বাস্তবায়ন পরিস্থিতি
সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলন নামেন ইবতেদায়ি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তারা সড়কে নেমেছেন। রাজধানীতে অবস্থান নিয়ে টানা ২৪ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন তারা।


-20251103154935.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন