মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৩:২৮ পিএম

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৩:২৮ পিএম

সাংবাদিকদের ব্রিফ করছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি- সংগৃহীত

সাংবাদিকদের ব্রিফ করছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি নতুন রাজনৈতিক দল। গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৪৩টি আবেদনের মধ্যে মাঠপর্যায়ের তদন্তে তিনটি দল শর্ত পূরণ করেছে। এই তিনটি দল হলো- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশন এই দলগুলোকে নিবন্ধনের জন্য যোগ্য বলে মনে করছে।

তিনি আরও জানান, এই তিনটি দলের নিবন্ধন বিষয়ে জনসাধারণের মতামত ও আপত্তি গ্রহণের জন্য আগামীকাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১২ নভেম্বর পর্যন্ত জনমত বা আপত্তি জানানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রাপ্ত তথ্য যাচাই করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে, প্রাথমিকভাবে বিবেচনায় থাকলেও পরবর্তীতে জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (শাহজাহান সীরাজ) এবং জাতীয় লীগ–এর নিবন্ধন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। সচিব জানান, এসব দলের রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা না থাকায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। এছাড়া আম জনতার দল, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাষানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতার পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি– এই আটটি দলের আবেদন অসত্য বা অযৌক্তিক তথ্য পাওয়ায় নামঞ্জুর করা হয়েছে।

যোগ্যতা অর্জনের শর্ত সম্পর্কে সচিব জানান, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ন্যূনতম দুটি শর্তের মধ্যে যেকোনো একটি পূরণ করা বাধ্যতামূলক। শর্ত দুটি হলো-

১. অন্তত ১০০টি উপজেলা বা মহানগরে কার্যকরী কার্যালয় ও সদস্য থাকতে হবে, অথবা
২. অন্তত ২২টি জেলায় কার্যকরী কার্যালয় ও সদস্য থাকতে হবে।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিছুটা সহনশীলতার ভিত্তিতে (লিনিয়েন্টলি) সামান্য ঘাটতি থাকলেও দলগুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার বিষয়ে সচিব জানান, ১২ নভেম্বর পর্যন্ত জনমত বা আপত্তি গ্রহণের সময় শেষ হওয়ার পর, যদি কোনো জটিলতা না থাকে, তাহলে ১৪ বা ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত বা গেজেট প্রকাশ করা সম্ভব হবে।

প্রতীক বিষয়ে তিনি বলেন, এনসিপিসহ তিনটি দল নির্বাচনী প্রতীক চেয়ে আবেদন করেছে। এর মধ্যে একটি দল প্রতীক পরিবর্তনের অনুরোধও জানিয়েছে। কমিশন বিষয়টি যাচাই করছে এবং প্রতীকের প্রাপ্যতা নিশ্চিত হলে বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হবে।

Link copied!