জোনাকি
আলমগীর কবির 
নাম জোনাকি না পোকা না
খুব আদুরে না বোকা না,
ছোট একটা মেয়ে;
চাঁদের মতো হেসে ওঠে 
মায়ের আদর পেয়ে। 
পাতার বাঁশির বাজনা বাজে
কী অপরূপ সাজ না সাজে!
যেন একটা পরি;
পাতার গাড়ি চড়ে বেড়ায়
হাতে পাতার ঘড়ি! 
দোল খেয়ে যায় দোলনায় সুখে 
দেখে ফুলের বোল নাই মুখে! 
সুরের একটা পাখি,
এই মেয়েটির পিঠে আছে 
দুইটি ডানা নাকি? 
মায়ের আছে মানা
জান্নাত হক দিশা
মাড়িয়ে বালু হাঁটছে খোকা
দেখবে সমুদ্দুর,
হাঁটতে সে আর পারছে না রে
ব্যথায় পা ভরপুর।
জোয়ার-ভাটার সময় বিচে
বসে লোকের মেলা,
ঢেউয়ের তালে জলের সাথে
করবে সে যে খেলা।
আঁচড়ে পড়ে ঢেউগুলো যেই
বালুর ওপর দিয়ে,
সেই বালুতে হাঁটবে খোকা
মাকে সাথে নিয়ে।
শামুক-ঝিনুক কুড়াতে তার
কী যে ভালো লাগে,
সাগরেরই ঢেউয়ের তালে
নাচার ইচ্ছে জাগে।
কিন্তু জলে নামবে না সে
সাঁতার তো নেই জানা,
ঢেউ যে তাকে নিয়ে যাবে
মায়ের আছে মানা।
 
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন