আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কি না- এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩ নভেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে অংশ নিলে ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।’
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকাও প্রকাশ করেছে।
উল্লেখ, এখনো বাকি ৬৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন, সেই দলগুলোর সঙ্গে কথা বলে এই আসনগুলোতে তারা আসতে পারেন অথবা আমাদের প্রার্থীরাও পরিবর্তন হতে পারে।’
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন