রাজধানীর শাহজাহানপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সাথিয়া বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাথিয়া বেগম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মৃত হযরত আলীর স্ত্রী। তিনি শাহজাহানপুর রেলওয়ে পানির ট্যাংক কলোনিতে থাকতেন এবং বিভিন্ন বাসাবাড়িতে রান্নার কাজ করতেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস. এম. রাশেদুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি স্টাফ বাস তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ‘আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন’ কোম্পানির ওই স্টাফ বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন