কইলজ্যা কাঁপানো ৩৬ দিন
আগস্ট ২, ২০২৫, ০২:৪১ এএম
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামে বেলা ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত, এই সম্মিলনে থাকছে ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র-পোস্টার-নাটক প্রদর্শনী, আলোচনা সভা, গান ও কবিতা পাঠ।
একটি ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার...