শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০১:১২ এএম

সাহসী বাঁকে কিয়ারা

রেজাউল করিম খোকন

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০১:১২ এএম

সাহসী বাঁকে কিয়ারা

এ সময়ের বলিউড সেনসেশন কিয়ারা আদভানি। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাতে। গত বছর মুক্তি পায় সিনেমাটি। নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ১৪ আগস্ট। নাম ‘ওয়ার টু’। যদিও এ সিনেমার দুই কা-ারি বলিউডের হৃত্বিক রোশন ও দক্ষিণের জুনিয়র এনটিআর।

তাদের সঙ্গেই দারুণ অ্যাকশনে দেখা যাবে কিয়ারাকে। শুধু দেখাই যাবে না বলা যায়, এ সিনেমার মাধ্যমে অ্যাকশন কুইনের সংজ্ঞাও পালটে দিয়েছেন কিয়ারা। আয়ান মুখার্জি পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার টু’ মুক্তি পাচ্ছে ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন।

৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় এনটিআর-হৃত্বিক-কিয়ারার রসায়ন দেখার জন্য বেশ আগ্রহ তৈরি হয়েছে ভারতীয় দর্শকদের। মুক্তি পাওয়া ‘আবান জাবান’ গানটি সেই আগ্রহের আগুনকে আরও উসকে দিয়েছে। এরই মধ্যে ইউটিউবে গানটির ভিউ মিলিয়ন ছাড়িয়েছে। পুরো গানেই হৃত্বিকের সঙ্গে উষ্ণতা ছড়িয়েছেন কিয়ারা।

সাঁতার দৃশ্যের বিকিনি পরা কিয়ারাকে দেখে পাশ্চাত্যের উষ্ণতার রানি পামেলা অ্যান্ডারসনের চেহারাই ভেসে ওঠে দর্শকের চোখে। তবে আর যাই হোক- সিনেমার গল্পে অভিনেত্রীর চরিত্রটি তাকে সত্যিকার অর্থেই অ্যাকশন কুইন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই নয়, সিনেমায় তার অভিনয় ‘অ্যাকশন কুইন’-এর সংজ্ঞাই পালটে দিয়েছেন এ অভিনেত্রী।

রাগান্বিত একজন নারী কীভাবে নিমিষেই চমৎকার রোমান্টিক হয়ে উঠতে পারেন, এমন চ্যালেঞ্জিং চরিত্রটাই করেছেন কিয়ারা। এ চরিত্রের মাধ্যমে মূলধারার নায়িকাদের ভাবমূর্তিকেও নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি।
বলিউডের ঝলমলে জগতে একজন অভিনেত্রীর ভূমিকা প্রায়শই গ্ল্যামারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেখানে কিয়ারা আদভানি সেই স্টেরিওটাইপ ভেঙে তার ক্যারিয়ারকে এক নতুন সাহসী বাঁকে উপস্থাপন করেছেন। ‘ওয়ার টু’-তে কিয়ারাকে এমন এক ভূমিকায় দেখা যাবে- যা দর্শক আগে কখনো দেখেননি-এটাও ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।

এদিকে, গত ১৫ জুলাই জুলাই সন্তানের মা হয়েছেন বলিউডের এই দুর্দান্ত সুন্দরী নায়িকা। ৩৪ বছরে পা রাখা কিয়ারার সুঠাম সুন্দর আকর্ষণীয় দেহবল্লরি নিয়ে এখন সবার মুখে মুখে নানা আলোচনা, মুগ্ধ, বিস্ময়ভরা মন্তব্য। কীভাবে তিনি এত সুন্দর রাখতে সক্ষম হয়েছেন নিজেকে? প্রশ্ন জাগছে সবার মনে। যদিও ‘ওয়ার টু’ সিনেমার শুটিং করেছিলেন তিনি প্রেগন্যান্সির আগে। ইতোমধ্যেই সিনেমাটি ঘিরে দর্শকমহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ধুন্ধুমার অ্যাকশন স্পাই থ্রিলার সিনেমা হিসেবে ওয়ার ফ্রাঞ্চাইজির আগের সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার ‘ওয়ার টু’ আসছে আরও জমজমাট হয়ে। অ্যাকশন থ্রিল সাসপেন্স ছাড়াও এ সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছেন কিয়ারা আদভানি। দর্শক এ সিনেমাতে তাকে চোখধাঁধানো গ্ল্যামারাস অবতারে দেখতে পাবেন।

সিনেমাটিতে কিয়ারাকে নতুন রূপে দেখবেন দর্শক। ‘ওয়ার টু’ সিনেমার গানের দৃশ্যে হৃত্বিক রোশনের সঙ্গে তার রসায়নের থেকেও বেশি নজর কেড়েছে তার ‘বিকিনি-বডি’। রং বেরঙের বিকিনি পরে দেখা গেছে কিয়ারাকে। দেহের আকারের এমন পরিবর্তন আগে দেখা যায়নি তার। কিন্তু কীভাবে লক্ষ্যভেদ করেছেন? কৃচ্ছ্রসাধন নয়, কঠোর খাদ্যাভ্যাস নয়, কেবল সঠিক খাদ্যাভ্যাসের কৌশল মেনেই ‘বিকিনি-বডি’ পেয়েছেন বলি এই অভিনেত্রী।
কিয়ারার এই সাফল্যের নেপথ্যে ছিলেন পুষ্টিবিদ নিকোল লিনহারেস কেডিয়া। সম্প্রতি নিকোল কিয়ারার ‘বিকিনি-বডি’র নেপথ্য রহস্যের কথা জানান।

গর্ভাবস্থায় ইনস্টাগ্রাম স্টোরিতে কিয়ারা একটি সালাদ প্লেট শেয়ার করেছিলেন। টমেটো, লেটুস, জুচিনি, শসা আর ডালিমে ভরপুর ছিল সেটি। কিয়ারা সাধারণত ঘরোয়া খাবার পছন্দ করেন। তবে চরিত্রের জন্য তাকে প্রতিটি উপাদান মেপে খেতে হয়। ব্রেকফাস্টে কিয়ারার পছন্দ প্রোটিন প্যানকেক!

কিয়ারা নিজেই জানিয়েছেন ছোটবেলা থেকেই নাচ আর সাঁতারে দারুণ আগ্রহ তার। তাই ফিটনেসের প্রতি টান সেই সময় থেকেই। আজও তিনি জিম, নাচের ক্লাস এবং আউটডোর ট্রেনিংয়ে নিজেকে ব্যস্ত রাখেন। তার ওয়ার্কআউটে থাকে বার্পিজ, স্কোয়াট, কার্ডিও, যোগব্যায়াম, মার্শাল আর্ট ও তায়কোয়ান্দো, ফাংশনাল ট্রেনিং।
গর্ভাবস্থায় কিয়ারার প্রথম ম্যাটারনিটি আউটফিট ছিল একটি কালো বালেনসিয়াগা ড্রেস। নতুন মায়েদের জন্য স্টাইল ও কমফর্ট দুটোই বজায় রাখার দারুণ উদাহরণ এটি। এ ছাড়া মেট গালায় গৌরব গুপ্তার ডিজাইন করা কালো গাউনেও নজর কাড়েন কিয়ারা।

সিনেমা জগতে এসে অভিনেতা-অভিনেত্রীদের নিজের আসল নাম বদলের বিষয়টি নতুন নয়। তবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম বদলে যাওয়ার পেছনে রয়েছে ভিন্ন গল্প। কিয়ারার মূল নাম আলিয়া আদভানি। কিন্তু বলিউডে তার অভিষেক হওয়ার আগে থেকেই আলিয়া ভাট অভিনেত্রী হিসেবে শক্ত জায়গা করে নিয়েছেন। আর যেমন এক বনে দুই রাজা থাকতে পারে না তেমনি এক ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া থাকাটাও বেমানান। তাই নিজের নাম আলিয়া বদলে কিয়ারা রাখেন অভিনেত্রী।

ক্যারিয়ারের অন্যতম হিট সিনেমা ‘কবির সিং’ মুক্তির সময় এক রেডিও শোতে নাম বদলের এই ঘটনা ফাঁস করেন কিয়ারা। কীভাবে তিনি আলিয়া থেকে কিয়ারা হন, সেই গল্প বেশ চমকপ্রদ। এই ক্ষেত্রে দুজন তারকা তাকে সাহায্য করেছেন। একজন সালমান খান, আরেকজন প্রিয়াঙ্কা চোপড়া।

‘শেরশাহ’ সিনেমায় রাতারাতি সাড়া তোলা কিয়ারার পড়াশোনা মুম্বাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ২০১৪ সালে ‘ফাগলি’ দিয়ে হিন্দি সিনেমায় তার অভিষেক হয়। তিনি আলোচনায় আসেন এম এস ধোনির বায়োপিক ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে।

এ ছাড়া সামলোচকের চোখে ধরা পড়েন করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করে। ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘সত্যপ্রেম কি কথা’সহ আরও কিছু ব্যবসাসফল সিনেমা কিয়ারা বক্স অফিসকে এনে দিলেও ‘শেরশাহ’ সিনেমাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

২০২১ সালে এ সিনেমা করতে গিয়েই সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম হয় কিয়ারার। সেই প্রণয় থেকে দুজনে ঘর বাঁধেন ২০২৩ সালে। কিয়ারা এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে। মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় ‘ওয়ার টু’ সিনেমার প্রচারে কিয়ারাকে দেখা যায়নি। এ বছর তাকে তেলেগু সিনেমা ‘গেম চেঞ্জার’ এ দেখা গেছে। আগামীতে প্যান ইন্ডিয়ান মুভি ‘টক্সিক’-এ অভিনয় করবেন এই অভিনেত্রী।

এদিকে, মুক্তির আগেই বিশ্বরেকর্ড গড়েছে ‘ওয়ার টু’ সিনেমাটি, যা এর আগে ভারতীয় কোনো সিনেমাই গড়তে পারেনি। এটি বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিক্যুয়ালের প্রথম সিনেমা ‘ওয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। ১৭০ কোটি রুপি খরচে নির্মিত ওই সিনেমা বক্স অফিস থেকে তুলে নিয়েছিল প্রায় ৫০০ কোটি রুপি। এ কারণে ‘ওয়ার টু’ নিয়ে দর্শকের প্রত্যাশা একটু বেশিই।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!