শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০২:৪৩ এএম

চেনা গন্ডির বাইরে

রেজাউল করিম খোকন

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০২:৪৩ এএম

চেনা গন্ডির বাইরে

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। উত্তরের পাশাপাশি দক্ষিণ ভারতে নিজেকে চিনিয়েছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও সমানভাবে দাপট দেখাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয় দক্ষতায় দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। ইতোমধ্যে ‘সুপার থার্টি’, ‘বাটলা হাউজ’, ‘গোস্ট স্টোরিজ’, ‘তুফান’ ও ‘ধামাকা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।


‘সন অব সরদার ২’ দিয়ে প্রথমবারের মতো কমেডি–ঘরানার চলচ্চিত্রে কাজ করলেন ম্রুণাল ঠাকুর। সিনেমাটিতে পাঞ্জাবি চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এই সিনেমাতে দেখা যাবে হাস্যরস, গান, নাচ ও রঙিন পাঞ্জাবি সংস্কৃতির মিশেল।


ম্রুণাল ঠাকুর বলেন, ‘আমার আগের কাজগুলো বেশির ভাগই ছিল সিরিয়াস ধাঁচের—ইমোশন, ট্র্যাজেডি কিংবা প্রেমভিত্তিক। এখানে মুডটা পুরোপুরিই আলাদা। শুরুতে ভেবেছিলাম আমি পারব না, কিন্তু ধীরে ধীরে বুঝলাম কমেডির জন্য আলাদা একটা টেম্পো দরকার। সংলাপের মধ্যে ‘পজ’ নেওয়া, চোখের ভাষা, কিংবা সহ–অভিনেতার রিঅ্যাকশনের ওপর কিভাবে নিজেকে মেলে ধরতে হয়—এই সবকিছু একেবারে নতুন করে শিখেছি।’


সিনেমাতে ম্রুণাল ঠাকুরের চরিত্রের নাম ‘রাবিয়া’। প্রাণবন্ত, তীক্ষ্ণধী ও একই সঙ্গে আবেগপ্রবণ। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘রাবিয়া শুধু হাসায় না, কখনো কখনো ভাবায়ও। তার নিজস্ব কিছু স্তর আছে, যেটা সময়ের সঙ্গে ধীরে ধীরে উন্মোচিত হয়। একজন পাঞ্জাবি তরুণী, কিন্তু তার ভেতরে যে আবেগ, রসবোধ আর শক্তি, তা উপস্থাপন করতে গিয়ে আমাকেও আমার চেনা গ-ির বাইরে যেতে হয়েছে।’
পাঞ্জাবি উচ্চারণ রপ্ত করা নিয়েও শুরুতে তাকে হিমশিম খেতে হয়েছিল। বললেন, ‘আমার ডায়ালগ কোচ ছিলেন, যিনি প্রতিদিন ধৈর্য ধরে আমাকে শুধরে দিতেন। আমরা সেটেই রিহার্সাল করতাম। অনেক সময় ‘টেক’-এর মধ্যেও কেউ ফিসফিস করে বলে দিতেন, কোন শব্দটা ঠিক হচ্ছে না। পুরো ইউনিটটা এত আন্তরিক ছিল যে শেষ পর্যন্ত আমি পাঞ্জাবি-কন্যা হয়ে উঠতে পেরেছি।’
গতকাল মুক্তি পেয়েছে ‘সন অব সরদার ২’। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সরদার’। ১৩ বছর পর এলো সিনেমাটির সিক্যুয়েল, পরিচালনায় বিজয় কুমার অরোরা। সিনেমাটি ঘিরে ভারতীয় দর্শকের প্রত্যাশা বেশ উঁচুতে। ট্রেলারে মিলেছে অ্যাকশন, কমেডি, রোমান্স আর পরিবারকেন্দ্রিক আবেগের মিশেল, যা বাণিজ্যিক সিনেমার দর্শকদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।


২০১২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন কমেডি সিনেমা ‘সন অব সর্দার’-এর পর নির্মিত হয়েছে এই সিক্যুয়েল। তবে এবার সোনাক্ষী সিনহা নয়, অজয়ের বিপরীতে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর। সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে।
একসময় টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ঘরে ঘরে ঝড় তুলেছিলেন তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখেছিলেন মারাঠি সিনেমার মাধ্যমে। এরপর বলিউডে এই সুন্দরী অভিনেত্রীর প্রথম অভিনীত সিনেমা ছিল ‘লাভ সোনিয়া’। এরপর ‘সুপার থার্টি’, ‘তুফান’, ‘ধামাকা পিপা, ‘জার্সি’, ‘আখ মাচোলি’ প্রভৃতি হিন্দি সিনেমায় নায়িকা চরিত্রে দেখা গেছে তাকে।


সদ্য ৩৩-এ পা রাখা ম্রুণাল ঠাকুর দক্ষিণী সিনেমা অঙ্গনেও চমক দেখিয়েছেন। ‘হাই নান্না’, ‘সীতা রামন’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘ফ্যামিলি স্টার’ প্রভৃতি সিনেমাতে তার উজ্জ্বল উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। ‘সন অব সর্দার ২’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেও অজয় দেবগণ এবং ম্রুণাল ঠাকুরের মধ্যে দারুণ রসায়ন দেখা গেছে।


তাকে সবশেষ দেখা যায় গত বছর। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতে। সিনেমাটিতে ম্রুণাল ঠাকুরের পাশাপাশি অভিনয় করেন প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কামাল হাসানসহ আরও অনেকে।


‘সন অব সর্দার ২’ সিনেমাটি এর পূর্বসূরি সিনেমার সঙ্গে কোনো মিল নেই। সিক্যুয়েলে রয়েছে শুধু একটি চরিত্রের ওপর, যা ভাসুলি ভাইয়ের চরিত্রের কিছু অংশ নিয়ে নির্মিত হয়েছে এবং সিনেমাটিতে বিহারি ও পাঞ্জাবি ডনদের মধ্যে একটি নাটকীয় গ্যাং যুদ্ধ দেখানো হয়েছে।


ম্রুণাল ঠাকুর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার মা-বাবা পর্দায় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আপত্তি জানাতেন। সেই আপত্তি ও পারিবারিক মূল্যবোধ তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। 
ম্রুণাল বলেন, ‘আমি নিজেও রাজি ছিলাম না। তবে একটা সময় এসে ভাবলাম, আমি আর কত দিন না বলতে পারব?’ অভিনেত্রী জানান, অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় সিনেমা থেকেও বাদ পড়েন তিনি। তবে কোন সিনেমা, সেটা জানাননি।


এখন বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায় অভিনয়ে ব্যস্ত রয়েছেন তিনি। বর্তমানে ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। এই সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করছেন  তিনি। সিনেমাটির পরিচালক ডেভিড ধাওয়ান। মুক্তি পাবে আগামী অক্টোবরে। এ ছাড়া ‘তুম হি তো’, ‘পূজা মেরে জান’, ‘ডাকাত’ সিনেমাতে অভিনয় করছেন দক্ষিণী এবং বলিউডের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।


তিনি ‘ডাকাত’ নামের নতুন একটি দক্ষিণী সিনেমাতে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন। এই সিনেমাতে ইতিপূর্বে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু শ্রুতি সিনেমাতে অভিনয় না করে সরে দাঁড়ান। তার জায়গায় নেওয়া হয়েছে ম্রুণাল ঠাকুরকে।


এই সিনেমাতে অভিনয়ের বিষয়ে ম্রুণাল বলেন, ‘আমি গল্পটি পেয়েই অভিনয় করার জন্য হ্যাঁ বলে দেই। কারণ গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। এমন গল্পেই আমি কাজ করতে চাই। সিনেমাটির শুটিং চলছে। ভালো অভিজ্ঞতা হচ্ছে। আশা করছি, সিনেমাটি ভালো লাগবে দর্শকের।’
রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমাতে ম্রুণালের বিপরীতে অভিনয় করছেন আদিভি সেশ। ভিন্ন ঘরানার গল্প ও চরিত্রটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!