চট্টগ্রামের বাঁশখালীর ঋষিধামে দেশের সর্ববৃহৎ সনাতনী ধর্মীয় সমাবেশ ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে।
আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টায় বাঁশখালী ঋষিধাম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে শুরু হবে মেলার উদ্বোধন হবে। ১১ দিনব্যাপী এই মেলা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলায় অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের সাধু, সন্ন্যাসী, ঋষিকুল ও ধর্মীয় ব্যক্তিত্ব। ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঠ-মন্দিরের মহারাজবৃন্দও এই সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া সাধারণ পর্যটক এবং ভক্তরাও মেলায় অংশগ্রহণ করতে পারবেন।
বাঁশখালী ঋষিধামে কুম্ভমেলার প্রবর্তক মোহন্ত শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সালে এই মেলা শুরু করেছিলেন। এটি ভারতের চারটি মূল কুম্ভমেলার বিকল্প হিসেবে আয়োজন করা হয়, যাতে দূরদূরান্ত থেকে আসা ভক্তরা সহজে তীর্থসেবা গ্রহণ করতে পারেন।
প্রস্তুতি সভায় মেলার কমিটি ঘোষণা করা হয়েছে, যার সভাপতি হিসেবে এডভোকেট অনুপ বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী চন্দ্র শেখর মল্লিক এবং অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ নিযুক্ত হয়েছেন।

-20251117182219.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন