মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ভবিষ্যৎ রাজনীতিবিদ ও সংসদ সদস্যদের জন্য এই রায় ন্যায়বিচারের ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
সোমবার (১৭ নভেম্বর) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান তিনি।
তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জুলুম-অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বিজয়। তারা এই রায়কে সাধুবাদ জানাচ্ছে। হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে সব অভিযোগ ও ২৪ এর অভ্যুত্থানে নিষ্ঠুর দমন-পীড়ন প্রশ্নাতীতভাবে প্রমাণ হয়েছে।
তিনি বলনে, যে রায় আমরা পেয়েছি তা প্রপোরশনেট এবং ন্যায্যবিচার। বাংলাদেশের বিচার ব্যবস্থায় অবিলম্বে এই রায় কার্যকর করার উদ্যোগ নেওয়া উচিত ও ভারত সরকারের উচিত হাসিনাকে এই রায় দেওয়ার কলঙ্ক থেকে মুক্ত হওয়া। এই রায় ভবিষ্যতের জন্য বার্তা যে ক্ষমতার দম্ভ চিরদিন স্থায়ী হয় না।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন