পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কালোবাজারে সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ বস্তা সার জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে কালোবাজারে বিক্রিত সারগুলো ভ্যানগাড়িতে করে পাবনার চাটমোহর উপজেলায় নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা তা আটকে রেখে ভাঙ্গুড়া থানা-পুলিশকে খবর দেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের বিসিআইসি সার ডিলার সেলিম হোসেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ রায় প্রদান করেন।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান, ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান রুপালী বাংলাদেশকে জানান, সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(৩) ধারার আওতায় ওই সার ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সেখান থেকে ৬ বস্তা ডিএপি, ৭ বস্তা ইউরিয়া ও ২ বস্তা পটাশ সার জব্দ করে উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন