ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহতদের একজন জিহ্নাদ তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিপুর গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে সামিয়া (০৯) ওই এলাকার ইয়াসিনের মেয়ে এবং জিহাদ (০৮) পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার খইছাপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে। জিহাদ তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে কাশিপুর গ্রামের ইয়াসিনের বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায় সামিয়া ও জিহাদ। হঠাৎ আশপাশের লোকজন দুই শিশুকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, হাসপাতাল থেকে আমি খবরটি শুনেছি। তারা পানিতে পড়ে মারা গেছে। মরদেহ বাড়িতে নিয়ে গেছে। আমি এলাকায় পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন