কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা টানা নয়দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা দাবি করেন, এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে সমাবেশে শেষ হয়। সমাবেশে নেতাকর্মীরা ‘কুমিল্লা–৬ জনতার দাবি, ইয়াছিন ভাইয়ের মনোনয়ন এবার চাই’, ‘ত্যাগীর মর্যাদা দিতে হবে, ইয়াছিন ভাইকে মনোনয়ন দিতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দেন। মশাল, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনের সূচনা হয় ৩ নভেম্বর রাতে মহাসড়ক অবরোধের মাধ্যমে। পরবর্তী দিনগুলোতে নগরীর বিভিন্ন এলাকায় মশাল মিছিল, নারীদের সমাবেশ, গণ–ইফতার, জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, অবস্থান কর্মসূচি এবং ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
নেতা-কর্মীরা দাবি করছেন, কুমিল্লা–৬ আসনে ত্যাগী, গ্রহণযোগ্য ও শ্রমীচেতন রাজনীতিক হিসেবে হাজী ইয়াছিনই এলাকার মানুষের পছন্দের প্রার্থী। তারা আরও জানাচ্ছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন