আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রাণীশংকৈল উপজেলার একাংশ) আসনে এবি পার্টির মনোনয়ন পেয়েছেন সহকারী অধ্যাপক, কবি ও গবেষক মো. নাহিদ রানা।
গত মাসের ১৬ অক্টোবর ঢাকায় ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স অডিটোরিয়ামে এবি পার্টির আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু সারা দেশের ১০৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই ঘোষণায় ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক নাহিদ রানার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নাহিদ রানা বলেন, ‘এই মনোনয়ন আমার জন্য কেবল রাজনৈতিক সুযোগ নয়, এটি জনগণের প্রতি আমার দায়বদ্ধতা ও ভালোবাসার স্বীকৃতি। আমি সবসময় বিশ্বাস করি, রাজনীতি মানেই জনসেবা। এবি পার্টি দায় ও দরদের রাজনীতি করে, আমি সেই দর্শনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ আসনের মানুষের পাশে থাকতে চাই।’
নিজের নির্বাচনি পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি ঠাকুরগাঁও-২ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কৃষি উন্নয়ন এই চারটি খাতে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। তরুণদের দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তা তৈরি ও ডিজিটাল সেবা সম্প্রসারণ হবে আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনগণ পাশে থাকলে পরিবর্তন অনিবার্য।’
এবি পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা নাহিদ রানাকে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছেন। স্থানীয় তরুণ সমাজও তার মনোনয়নকে স্বাগত জানিয়েছে এবং সামাজিক মাধ্যমে সমর্থনের ঢল নেমেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন