সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাটক নির্মাণ করছেন এই সময়ের নাট্যনির্মাতা রানা ইব্রাহিম। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নির্মাণ করেছেন একক নাটক ‘স্বামীর আদর’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনয়শিল্পী তন্ময় সোহেল ও এ্যাথেনা অধিকারী।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রানা ইব্রাহিম বলেন, ‘গল্পটি আমাদের সবার খুবই পরিচিত। পারিবারিক আবেগ, অনুভূতি ও দ্বন্ধের গল্পে ‘স্বামী আদর’ নাটকটি।’
নাটকটি প্রসঙ্গে তন্ময় সোহেল বলেন, ‘দারুণ একটি গল্পে কাজ করলাম। আশা করি, নাটকটি দর্শকপ্রিয়তা পাবে। পরিচালক রানা ইব্রাহিম ভাই খুব যত্ন করে নির্মাণ করেছে। এটি আমাদের দ্বিতীয় কাজ। প্রথম কাজটি মিলিয়ন হয়েছিল। আশা করি, এটাও দর্শক ভীষণ পছন্দ করবে।’
এ্যাথেনা অধিকারী বলেন, ‘রানা ইব্রাহিম ভাই যখন স্ক্রিপ্টটা দেন গল্পটা পড়েই কাজটি করার জন্য রাজি হয়ে যাই। কাজটি করে আমি ভীষণ আনন্দিত। আশা করি, নাটকটি দর্শক গ্রহণ করবে।’
বস মাল্টিমিডিয়ার কর্ণধার সাদ্দাম হোসাইন বলেন, ‘আমি সবসময় দর্শকদের কথা চিন্তা করে পারিবারিক গল্পে নাটক নির্মাণ করি। বস মাল্টিমিডিয়া সামনে আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিবে। নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, রাজ নন্দিনী, এলিনা পারভীন, আহমেদ রানা প্রমুখ। নাটকটি খুব শিগগিরই বস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল মুক্তি পাবে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন